Blog

Rules for using Driving License

CA1954F5-863A-4B60-A6DF-CC0256DF181F-1209-000000F8F58189FF

রাস্তায় গাড়ি চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স (Driving License) অবশ্যই সাথে রাখতে হয়। লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। আর এই লাইসেন্স ব্যবহার এরও কিছু নিয়ম কানুন আছে। আজ সেই নিয়ম গুলোই আমরা জানার চেষ্টা করবো।

১। লাইসেন্স হস্তান্তর করা বা এক জনের লাইসেন্স আরেক জন বহন করা কোন ভাবেই উচিত না। এটি একটি দণ্ডনীয় অপরাধ। যদি কর্তব্যরত কোন পুলিশ  লাইসেন্স দেখতে চায়, প্রত্যেক চালকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য সাথে সাথে লাইসেন্স টি তাকে দেখানো। তাই গাড়ি চালানোর সময় সর্বদা লাইসেন্স নিজের কাছে রাখতে হয়।

২। যে নির্দিষ্ট এলাকার জন্য লাইসেন্স গ্রহণ করা হয়, সেই এলাকাতেই গাড়ি চালাতে হবে এর বাইরে বা অন্য এলাকায় সেই লাইসেন্স নিয়ে গাড়ি চালানো অপরাধ।

৩। রাস্তায় ট্র্যাফিক সার্জন লাইসেন্স চাইলে তা সাথে সাথে দেখানো উচিৎ এবং তার কাছ থেকে একটি রশিদ চেয়ে নিতে হবে।

৪। লাইসেন্স প্রাপ্ত গাড়ি চালক কে নিচে উল্লেখিত নিয়ম গুলো অবশ্যই পালন করতে হবে।

  • ট্রাফিক আইন মেনে এবং রাস্তার অবস্থা দেখে ভালো-মন্দ বিবেচনা করে গাড়ি চালাতে হবে।
  •  গাড়ি চালানো অবস্থায় কখনোই মাদকদ্রব্য খেয়ে গাড়ি চালানো যাবে না।
  • কোন রকম অসৎ কাজে সহযোগিতা করা যাবে না।
  • ট্র্যাফিক নির্দেশ ছাড়া রাস্তা অতিক্রম করা যাবে না।
  • গাড়ি রাস্তায় বের করার আগে জ্বালানি, লুব্রিকেটিং অয়েল, কুলিং ওয়াটার, স্টিয়ারিং, ব্রেক, চাকার হাওয়া এইসব চেক করে তারপর রাস্তায় নামতে হবে।

৫। লাইসেন্স এর অপর পেজে গাড়ি চালানোর নিয়ম কানুন, কোনটা ন্যায়, কোনটা অন্যায় তা সংক্ষেপে লিখা আছে। গাড়ি চালানোর আগে একজন চালক কে অবশ্যই তা পড়ে নিতে হবে তাহলে এই বিষয়ে সঠিক ধারণা আসবে।

৬। গাড়ি চালানো শেখার সময় একজন চালক কে ইঞ্জিন ও গাড়ির অন্যান্য ইন্সট্রুমেন্ট কিভাবে কাজ করে এই বিষয়ে একটি ধারণা অবশ্যই নিতে হবে।

৭। কোন গাড়ির মালিক যদি তাঁর নিজস্ব বাড়ির বা গ্যারেজের ঠিকানা পরিবর্তন করেন তাহলে তা অবশ্যই বিভাগীয় পুলিশ কর্তিপক্ষ এবং মোটর যান পরিদর্শক কে জানাতে হবে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest

Leave a Reply

Your email address will not be published.

Some Recent Posts

Basic Vehicle Maintenance

Fire extinguisher for a vehicle

টেম্পারেচার এমনিতেই অনেক গরম। তার উপর জ্যাম জ্যালি লেগেই আছে ঢাকা জুড়ে। আর এই গরমেই ইদানিং কিছু দুর্ঘটনা দেখা যাচ্ছে। সেটা হল, গাড়িতে আগুন লেগে

Read More »
Car

Hybrid Car

বর্তমান বিশ্বে ইলেকট্রিক কার (Electric Car) এর জয়জয় কার চলছে। সম্প্রতি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা (Tesla) তাদের ইলেকট্রিক কার এর মাধ্যমে দীর্ঘদিন ধরে রাজত্ব করে

Read More »
Brand

Toyota 2TR-FE

2TR-FE এমন একটি ইঞ্জিন যা খুব সফলতার সাথে Toyota  3RZ-FE  এর জায়গা নিতে পেরেছে। TOYOTA যদিও এটাই চেয়েছিল এবং সেভাবেই ইঞ্জিন টিকে প্রস্তুত করেছে। তাই

Read More »