Blog

Toyota 2TR-FE

rsz_toyota_hilux_sw4_2013_galeria012tr

2TR-FE এমন একটি ইঞ্জিন যা খুব সফলতার সাথে Toyota  3RZ-FE  এর জায়গা নিতে পেরেছে। TOYOTA যদিও এটাই চেয়েছিল এবং সেভাবেই ইঞ্জিন টিকে প্রস্তুত করেছে। তাই আজ 2TR-FE এই ইঞ্জিন টি সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জানা যাক।

২০০৪ সাল থেকে এখন পর্যন্ত TOYOTA এই ইঞ্জিন তৈরী করে যাচ্ছে। ২.৭ লিটার (২৬৯৩ সি সি) এর এই ইঞ্জিন টি TOYOTA SUVs, RWD/4WD, পিকআপ এই গাড়ি গুলোতে ব্যবহার করা হয়। সম্পূর্ণ ঢালাই লোহার সিলিন্ডার ব্লক টি 3RZ ইঞ্জিনে যেটা ছিল সেটাই ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন টিতে ভাইব্রেশন এবং শব্দ কমানোর জন্য টুইন রোটেটিং ব্যালান্সিং শ্যাফট অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট এর সাথে বিপরীত দিকে ঘুরে এমন দুইটি শ্যাফট ব্যবহার করা হয়েছে।

2TR-FE ইনলাইন টাইপ স্কয়ার শেপ (Squre Shape) এর এই ইঞ্জিন টির সিলিন্ডার হেড অ্যালুমিনিয়ম এর এবং প্রত্যেকটি সিলিন্ডার এ ৪ টি করে ভালভ অর্থাৎ মোট ১৬ টি ভালভ ব্যবহার করা হয়েছে এবং DOHC( ডাবল অভার হেড ক্যাম শ্যাফট) রয়েছে।  

২০১৫ সালে ইঞ্জিন টি আরেকটু আপগ্রেড করে VVT-I( ভেরিয়েবল ভালভ টাইমিং উইথ ইন্টেলিজেন্স) ব্যবহার করা হয়েছে। EFI ( ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন) এই ইঞ্জিন এ ইঞ্জিন অয়েল ধারণ ক্ষমতা ৫.৮ লিটার। রিকোমেন্ড করা ইঞ্জিন অয়েল 0W-20 এবং 5W-20 । ৫২০০ আর পি এম এ ১৬৪ হর্স পাওয়ার পাওয়া যায়।

এখন বলা যাক কি কি সমস্যা রয়েছে এতে:

 2TR-FE এই ইঞ্জিন টিতে সমস্যার লিষ্ট খুবই ছোট হলেও তা জানার দরকার তো অবশ্যই আছে।

  • ২০০৮ পর্যন্ত এই ইঞ্জিন এর ক্র্যাঙ্কশ্যাফট এর অয়েল সিল থেকে অয়েল লিক করত। তবে এখন সেটা করেনা।
  • SUVs এবং পিকআপ এর ক্ষেত্রে এই ইঞ্জিন টি সহজে ফিট হয় না। ফলে ওভারলোড এর কারণে ফুয়েল কনজাম্পশন ও শব্দ হতে পারে। তবে  এই ইঞ্জিন ৪ লক্ষ কিলোমিটার পর্যন্ত অনায়াসে চলতে পারবে।
Facebook
Twitter
LinkedIn
Pinterest

Leave a Reply

Your email address will not be published.

Some Recent Posts

Basic Vehicle Maintenance

Fire extinguisher for a vehicle

টেম্পারেচার এমনিতেই অনেক গরম। তার উপর জ্যাম জ্যালি লেগেই আছে ঢাকা জুড়ে। আর এই গরমেই ইদানিং কিছু দুর্ঘটনা দেখা যাচ্ছে। সেটা হল, গাড়িতে আগুন লেগে

Read More »
Car

Hybrid Car

বর্তমান বিশ্বে ইলেকট্রিক কার (Electric Car) এর জয়জয় কার চলছে। সম্প্রতি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা (Tesla) তাদের ইলেকট্রিক কার এর মাধ্যমে দীর্ঘদিন ধরে রাজত্ব করে

Read More »
Brand

Toyota 2TR-FE

2TR-FE এমন একটি ইঞ্জিন যা খুব সফলতার সাথে Toyota  3RZ-FE  এর জায়গা নিতে পেরেছে। TOYOTA যদিও এটাই চেয়েছিল এবং সেভাবেই ইঞ্জিন টিকে প্রস্তুত করেছে। তাই

Read More »