টেম্পারেচার এমনিতেই অনেক গরম। তার উপর জ্যাম জ্যালি লেগেই আছে ঢাকা জুড়ে। আর এই গরমেই ইদানিং কিছু দুর্ঘটনা দেখা যাচ্ছে। সেটা হল, গাড়িতে আগুন লেগে যাচ্ছে।এখন প্রশ্ন হল আগুন কেন লাগছে?প্রথমত ইঞ্জিন ওভার হিট, ইলেকট্রিক লাইন ফল্ট এই কারণ গুলোতেই আগুন ধরে যাবার ঘটনা গুলো ঘটে থাকে। এই কারণ গুলোর কিন্তু আবার একদিন এ সূত্র পাত হয় না। এর জন্য পিছনে বেশ কিছু কারণ আছে। কিন্তু সেই কারণ গুলো নিয়ে এখন আপাতত লিখছি না। সেগুলো আমাদের Zantrik এর ব্লগ আগেই লিখে রাখা আছে।মূলত গাড়িতে একটা ফায়ার এক্সটেঙ্গুইসার রেখে দিলে কিন্তু সাময়িক ভাবে আগুন টাকে নেভানো যায়।
কেননা, সেদিন দেখলাম একটা গাড়িতে আগুন লেগেছিল, সবাইকে বালু, পানি যা পাচ্ছে তাই দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। এতে করে পরে ইঞ্জিন টা মেরামত এর সম্ভাবনা একদম ই কমে যায়।ফায়ার এক্সটেঙ্গুইসার গাড়ির জন্য ৫০০ মি: লি: থেকে শুরু করে ৫ পাউন্ড বা ২.২৭ কেজি এর একটা রাখলে বিপদের বন্ধু হিসেবে কাজ করবে। গাড়ির জন্য ৫ পাউন্ড ই আদর্শ। বি ক্লাস এর একটা ফায়ার এক্সটেঙ্গুইসার ৫০০- ২০০০/- ও হয়ে থাকে।
ও হ্যাঁ, আগুন নেভানোর এর যন্ত্রটার ও কিন্তু কয়েকটি ধরন আছে। ক্লাস A,B,C,D বিভিন্ন রকম এর আছে। গাড়ির জন্য বি ক্লাস টি প্রযোজ্য। তাই ছোট্ট একটি ফায়ার এক্সটেঙ্গুইসার যদি এই ধরনের অনাকাংখিত বিপদ থেকে রক্ষা করতে পারে তাহলে গাড়িতে এটি একটি ইনস্টল করে রাখলে মন্দ হবে না।