Blog

Emergency situations on Driving

windshield-wiper-repair

রাস্তায় গাড়ি চালাতে গেলে বিভিন্ন সময় নানা রকম সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা গুলো থেকে উত্রানোর জন্য একজন চালক কে নানা রকম বিষয় লক্ষ্য রাখতে হয়। তাই আজ এমন কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা যাক যেগুলো একজন চালকের জানা খুবই জরুরী। 

১। উইন্ডশিল্ড ওয়াইপার যেকোন সময় ভেঙে যেতেই পারে সেই সময়ে একজন চালকের কর্তব্য:

  • উইন্ডশিল্ড ওয়াইপার (windshiled wipers) উইন্ডশিল্ড কে পরিষ্কার করে। যাতে গাড়ি চালক গাড়ি চালানোর সময় বৃষ্টি অথবা বরফের মধ্যে পরিষ্কার দেখতে পায়। যদি কোন কারণে যে কোন একটি ভেঙ্গে যায়, তাহলে অবশ্যই চালককে তা হাত দিয়ে বাকিয়ে রাখতে হবে।
  • দুইটি উইন্ডশিল্ড ই ভেঙ্গে গেলে, ওয়াইপার মোটর বন্ধ রাখতে হবে। বৃষ্টি অথবা কুয়াশার সময় বার বার পরিষ্কার কাপড় দিয়ে উইন্ডশিল্ড মুছতে হবে।

২। রাস্তার এর উপর কোন পশু থাকলে একজন চালকের কর্তব্য:

  • আমাদের দেশে অনেক সময় রাস্তার উপরে পশু শুয়ে বা দাঁড়িয়ে থাকা অবাক করা কোন বিষয় না। আর সেই পশু আবার রাস্তা পার হবার সময় গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তাই রাস্তা পার হতে গেলে চালক হর্ন ও ব্রেক করে গাড়ির গতি কমিয়ে দেবে এবং ট্রান্সমিশন নিউট্রালে এনে কিছুক্ষণ অপেক্ষা করে ফার্স্ট গিয়ার দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবে।
  • পশু রাস্তায় শুয়ে থাকলে চালক গাড়ির গতি কমিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবে।এ সময় হর্ন দেয়ার প্রয়োজন নেই কারণ হঠাৎ উঠে দাঁড়াতে ও দৌড় দেবার সময় দুর্ঘটনা ঘটতে পারে। যদিও পশুর মালিক কে এ বিষয়ে সতর্কতা মূলক ব্যবস্থা নিতে হবে।

৩। গাড়ির চাকা হঠাৎ খাদে পড়ে গেলে চালকের করণীয়:

  • ড্রাইভিং করার সময় ফার্স্ট গিয়ারে স্টিয়ারিং রেখে অ্যাক্সিলারেটর প্যাডেল এ পা দিতে হবে। আর পিছনের চাকা এবং সামনের চাকার পিছনে ইট দিয়ে কয়েক জন মিলে ধাক্কা দিতে হবে।
  • চাকা খুলে গেলে ইমারজেন্সি স্টপ করতে হবে। এরপর চাকা সঠিক ভাবে লাগিয়ে আবার চালাতে হবে।

৪। চাকা ফেটে গেলে বা চুপসে গেলে চালকের করণীয়:

  • সাথে সাথে ব্রেক করে যথাযথ নিয়মে গাড়ি বন্ধ করে দিতে হবে।
  • চাকায় লিকেজ ঘটলে চালকের কর্তব্য স্ক্রু ড্রাইভার দিয়ে চাকায় বাড়ি মেরে দেখা। যদি টন টন শব্দ করে তাহলে ঠিক আছে। আর যদি ঢব ঢব শব্দ করে বা শো শো শব্দ করে তাহলে গাড়ি বন্ধ করে দিতে হবে।
  • চুপসে যাওয়া চাকা খুলে স্পেয়ার চাকা (spare wheel) লাগাতে হবে। পরে কোন ওয়ার্কশপ এ গিয়ে চুপসে যাওয়া চাকাটিকে ভলকানাইজিং করে হাওয়া দিতে হবে। বেশি খারাপ হলে পরিবর্তন করতে হবে। স্পেয়ার চাকা সবসময় ভাল টা সংরক্ষণ করতে হবে সাথে টুল বক্স ও গাড়িতে সর্বদা রাখতে হবে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest

Leave a Reply

Your email address will not be published.

Some Recent Posts

Basic Vehicle Maintenance

Fire extinguisher for a vehicle

টেম্পারেচার এমনিতেই অনেক গরম। তার উপর জ্যাম জ্যালি লেগেই আছে ঢাকা জুড়ে। আর এই গরমেই ইদানিং কিছু দুর্ঘটনা দেখা যাচ্ছে। সেটা হল, গাড়িতে আগুন লেগে

Read More »
Car

Hybrid Car

বর্তমান বিশ্বে ইলেকট্রিক কার (Electric Car) এর জয়জয় কার চলছে। সম্প্রতি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা (Tesla) তাদের ইলেকট্রিক কার এর মাধ্যমে দীর্ঘদিন ধরে রাজত্ব করে

Read More »
Brand

Toyota 2TR-FE

2TR-FE এমন একটি ইঞ্জিন যা খুব সফলতার সাথে Toyota  3RZ-FE  এর জায়গা নিতে পেরেছে। TOYOTA যদিও এটাই চেয়েছিল এবং সেভাবেই ইঞ্জিন টিকে প্রস্তুত করেছে। তাই

Read More »