গাড়িতে ফুয়েল নেবার জন্য রেপুটেড ফিলিং স্টেশন খুঁজেন না এমন কাউকে পাওয়া ভারী কষ্টকর। কেন খোজা হয়। কারণ, ভালো মানের গ্যাসোলিন বা জ্বালানি গাড়ির ইঞ্জিন এর জন্য খুবই ভালো। তাই আজ এই গ্যাসোলিন এর সম্পর্কেই আমরা জানার চেষ্টা করবো।
গ্যাসোলিন, যার মানেই হল ইঞ্জিনে ব্যবহার উপযোগী ক্রুড অয়েল থেকে রিফাইন করে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন এর একটা মিক্সচার। হাইড্রোকার্বন গুলোও একটু জেনে নেই, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন এবং হেপটেন। তার মানে গ্যাসোলিন হল এক ধরনের তরল জ্বালানি, যা এস আই (স্পার্ক ইগনিশন) ইঞ্জিনে ব্যবহৃত হয়। এই গ্যাসোলিন দুই প্রকার এর হয়।
১। মোটর গ্যাসোলিন: এটি কতগুলো নিন্ম স্ফুটনাঙ্কের হাইড্রোকার্বন এর মিশ্রণ। যার সর্বোচ্চ স্ফুটনাঙ্ক ২১৫ ডিগ্রি সেলসিয়াস। এ ধরনের গ্যাসোলিন ক্রুড অয়েল কে বিভাজনীয় পাতন প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি স্ট্রেইট রান গ্যাসোলিন পাওয়া যায়। আবার গ্যাস অয়েল কে ক্র্যানকিং এর মাধ্যমে ক্র্যাকড গ্যাসোলিন পাওয়া যায়।ক্র্যানকিং গ্যাসোলিন আবার দুই ধরনের।
- থার্মাল ক্র্যাকড গ্যাসোলিন।
- ক্যাটালাইটিক ক্র্যাকড গ্যাসোলিন।
ভারী ন্যাপথা কে রিফর্মিং প্রক্রিয়ার মাধ্যমে রিফর্মড গ্যাসোলিন উৎপাদিত হয়। আবার ক্র্যাকড গ্যাস কে অ্যালকাইলেশন এবং পলিমারাইজেশন এর মাধ্যমে অ্যালকাইলেট গ্যাসোলিন এবং পলিমার গ্যাসোলিন পাওয়া যায়। এছাড়া প্রাকৃতিক গ্যাসকে ঘনিভবন এর মাধ্যমে প্রাকৃতিক গ্যাসোলিন পাওয়া যায়।
ঠাণ্ডা ইঞ্জিনকে চালু করার সুবিধার্থে মোটর গ্যাসোলিন এর সাথে সর্বোচ্চ ১০% বিউটেন যোগ করা হয়। কমার্শিয়াল মোটর গ্যাসোলিন এর গুনাগুন বৃদ্ধি করার জন্য বেশ কিছু অ্যাডিটিভস যোগ করা হয়। তাদের মধ্যে রয়েছে অ্যান্টিনক্ এজেন্ট TEL ( Tetraethyl Led), প্রজ্বলন তলানি পরিবর্তক TCP( Tricresyl phosphate), তৈরি রোধক (Gum) গাম,২,৬ ডাই টারশিয়ারি বিউটাইল প্রভৃতি।
এছাড়াও গ্যাসোলিন কে রং যুক্ত করা হয়। যাতে করে বিভিন্ন ব্র্যান্ড এবং গ্রেডের গ্যাসোলিন সহজেই চেনা যায়। স্ট্রেইট রান গ্যাসোলিন উচ্চ উদ্বায়ী, এর অকটেন নম্বর কম। ক্র্যাকড, পলিমার এইসব গ্যাস এর উদ্বায়ীতা সেই তুলনায় কম কিন্তু অকটেন নম্বর বেশি। মোট পেট্রোলিয়ামের প্রায় ২৫% স্ট্রেইট রান গ্যাসোলিন হিসেবে পাওয়া যায়। মোট গ্যাসোলিন এর ৫০% থার্মাল ক্র্যানকিং এবং রিফর্মিং প্রক্রিয়ায় পাওয়া যায়।
২। এভিয়েশন গ্যাসোলিন: এই গ্যাস এর বৈশিষ্ট্য হল, এরা উদ্বায়ী এবং এদের অকটেন নম্বরও মোটর গ্যাস এর তুলনায় অনেক বেশি। তবে এক্ষেত্রে গ্যাসোলিন এর অকটেন নম্বর বাড়ানোর জন্য অধিক হারে টেট্রা ইথাইল লেড TEL ( Tetra ethyl Led) যুক্ত করা হয়। এই অধিক হার টি ৪.৬ মিলিলিটার / গ্যালন। সেই সাথে অন্যান্য অ্যাডিটিভস যুক্ত করা হয়। তবে তার পরিমাণ কম।
ক্রুড পেট্রোলিয়াম থেকে ৪৪% গ্যাসোলিন উৎপন্ন হয়। গ্যাসোলিন এ সাধারণত ৮৫.৫% কার্বন,১৪.৪% হাইড্রোজেন এবং ০.১% সালফার থাকে। এর আপেক্ষিক গুরুত্ব ০.৭ থেকে ০.৭৫ পর্যন্ত। গ্যাসোলিন এর উচ্চতর উত্তাপন মান ৪৬,৮০০ kj/kg এবং নিম্নতর উত্তাপণ মান ৪৩,৭০০ kj/kg।
এতক্ষণ বেশ ইনফরমেটিভ বিষয় গুলো জেনে নিলাম। এখন মনে হতে পারে এত জটিল প্রক্রিয়ার পাওয়া গ্যাসোলিন কি শুধুই আমরা গাড়িতে ব্যবহার করি। তাই চলুন জেনে নেই গ্যাসোলিন ফুয়েল কোথায় ব্যবহার করা হয়।
- স্কুটার এবং মোটর সাইকেল।
- টেম্পু এবং অটো রিকশা।
- কার, জীপ, মাইক্রোবাস এবং পিক-আপ।
- কংক্রিট মিক্সচার মেশিন।
- স্পীড বোট।
- অটোসাইকেল এবং মপেড।